#ILoveBangladesh গল্প লিখুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার!
অংশগ্রহণের নিয়মাবলীঃ
-
প্রতিযোগী কোনো মুক্তিযোদ্ধার গল্প বা যিনি দেশকে ভালোবাসেন এবং দেশের প্রতি ভালোবাসা থেকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এমন কারো গল্প লিখে বা ভিডিও আকারে পাঠাবেন। গল্পটি হতে পারে প্রতিযোগী নিজের, পরিচিত কোন বন্ধু, আত্মীয়, পরিচিত মুক্তিযোদ্ধা কিংবা যেকোনো কারো।
-
আবশ্যকীয় (*) কিছু তথ্য সহ গল্পটি নিচের ফর্মের মাধ্যমে সাবমিট করুন।
-
গল্পের ভাষা বাংলা ও ইংরেজি উভয়ই হতে পারে।
-
এরপর পাঠানো গল্প/ভিডিওটি #ILoveBangladesh - এই ক্যাপশনের সাথে ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে হবে।
-
জমা দেওয়া লেখা/ভিডিওটি মৌলিক বা নতুন হতে হবে। এর কোন অংশ পূর্বে প্রকাশকৃত বা প্রকাশনার জন্য পাঠানো হয়েছে- এমন প্রমাণ পাওয়া গেলে অবিলম্বে সেটি অযোগ্য বলে বিবেচিত হবে।
-
গল্প পাঠানোর শেষ তারিখ ১৬ ডিসেম্বর, ২০১৮ (রবিবার)।