মোবাইল

২০২১ সালের সেরা স্মার্টফোনগুলোর দাম

দেশের বাজারে এই মুহূর্তে জনপ্রিয় এবং নতুন যেসমস্ত স্মার্টফোন পাওয়া যাচ্ছে সেগুলোর বেশিরভাগই প্রয়োজনীয় ফিচার সম্বলিত। নিত্যনতুন ডিজাইন এবং আকর্ষণীয় ক্যামেরা প্রযুক্তির বদৌলতে এসব ফোন কিছু ক্ষেত্রে রীতিমত পাল্লা দিচ্ছে ডিএসএলআর ক্যামেরাকেও। 

শুরুতেই বলে রাখা ভালো, নিচে উল্লেখিত সকল ফোনই একজন ব্যবহারকারী হিসেবে আপনার সমস্ত চাহিদা পূরণে সক্ষম। এই তালিকায় রয়েছে দাম অনুযায়ী ফিচার সরবরাহ করতে পারে এমন কিছু স্মার্টফোন প্রস্তুতকারক ব্র্যান্ড, যেমনঃ শাওমি, অপ্পো, ভিভো, স্যামসাং, এবং রিয়েলমি। 

বলাবাহুল্য বর্তমানে বাংলাদেশে জনপ্রিয় মোবাইলফোনগুলো তাদের দাম বিবেচনায় নিজ নিজ জায়গায় সেরা। নিত্যদিনের যোগাযোগ থেকে শুরু করে প্রফেশনাল মানের ছবি তোলা, স্মার্টফোনের রয়েছে বহুবিধ ব্যবহার। 

চলুন জেনে নেই এই সময়ে দেশের বাজারে সেরা কিছু স্মার্টফোন এবং ২০২১ সালের জনপ্রিয় মোবাইলগুলোর দাম সম্পর্কে। 

বাংলাদেশে জনপ্রিয় মোবাইলফোনগুলোর দাম 

বর্তমান পৃথিবীতে চলছে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের রাজত্ব। বিশ্ব বাজারে বিক্রিত হওয়া মুঠোফোনগুলোর প্রায় ৮০ শতাংশই চলছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাহায্যে। এসবের মাঝে আমাদের দেশের জনপ্রিয় স্মার্টফোন কোনগুলো ভেবে দেখেছেন? চলুন জেনে নেওয়া যাক, আমাদের দেশের কিছু জনপ্রিয় মোবাইলফোন সম্পর্কে।   

রিয়েলমি ৫আই

সাশ্রয়ী দামের মধ্যে রিয়েলমি ৫আই ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে কিছু দুর্দান্ত ফিচার। ফোনটির সাথে রয়েছে কোয়াড-ক্যমেরা সেটআপ, যার প্রাইমারী সেন্সর ১২ মেগাপিক্সেল। এছাড়াও ফোনটির সাথে থাকছে স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট এবং ৫০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি।   

কর্মক্ষমতা কোয়ালকম এসডিএম৬৬৫ স্ন্যাপড্রাগন ৬৬৫, অক্টা কোর প্রসেসর,  ৩/৪জিবি র‍্যাম 
ডিসপ্লে৬.৫২ ইঞ্চি, ৭২০ x ১৬০০ পিক্সেল, আইপিএস এলসিডি,  কর্ণিং গরিলা গ্লাস 
ক্যামেরা১২ + ৮ + ২ + ২ মেগাপিক্সেল (কোয়াড-ক্যামেরা সেটআপ), এলইডি ফ্ল্যাশ, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
ব্যাটারি ৫০০০ এমএএইচ, চার্জিং ১০ওয়াট
রিয়েলমি ৫আই

বাংলাদেশে রিয়েলমি ৫আই এর দামঃ দেশের বাজারে রিয়েলমি ৫আই-এর ৪/৬৪ জিবি সংস্করণটি পাওয়া যাবে ১২,৯৯০ টাকায়। 

রেডমি নোট ৮ 

রেডমি নোট ৮ স্মার্টফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। পাশাপাশি ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন ৬.৩ ইঞ্চি ডট নচ ডিসপ্লে এবং কর্ণিং গরিলা গ্লাস ৫ এর নিরাপত্তা। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬৫ চালিত মুঠোফোনটিতে রয়েছে ৪০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। 

কর্মক্ষমতা কোয়ালকম এসডিএম৬৬৫ স্ন্যাপড্রাগন ৬৬৫, অক্টা কোর প্রসেসর,  ৩/৪/৬ জিবি র‍্যাম 
ডিসপ্লে৬.৩ ইঞ্চি, ১০৮০ x ২৩৪০ পিক্সেল, আইপিএস এলসিডি, কর্ণিং গরিলা গ্লাস ৫
ক্যামেরা৪৮ + ৮ + ২ + ২ মেগাপিক্সেল (কোয়াড-ক্যামেরা সেটআপ), এলইডি ফ্ল্যাশ১৩, মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
ব্যাটারি ৪০০০ এমএএইচ, চার্জিং ১৮ ওয়াট 
রেডমি নোট ৮

বাংলাদেশে রেডমি নোট ৮ এর দামঃ ৩/৩২ জিবি, ৪/৬৪ জিবি এবং ৪/১২৮ জিবি সংস্করণের রেডমি নোট ৮-এর দাম যথাক্রমে ১৭ হাজার ৪৯৯ টাকা, ১৮ হাজার ৯৯৯ টাকা ও ২০ হাজার ৯৯৯ টাকা। 

ভিভো ওয়াই১১ 

ভিভো ওয়াই১১ বাজারে এসেছে তার নজরকাড়া ডিজাইন নিয়ে। ব্যবহারকারীদের জন্য ফোনটিতে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। স্ন্যাপড্রাগন ৪৩৯ চালিত মুঠোফোনটির সাথে রয়েছে ৬.৫৩ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে এবং ৫০০০ এমএএইচ এর বিশাল ব্যাটারি লাইফ। 

কর্মক্ষমতা কোয়ালকম এসডিএম ৪৩৯ স্ন্যাপড্রাগন ৪৩৯,  অক্টা কোর প্রসেসর,  ৩জিবি র‍্যাম 
ডিসপ্লে৬.৩৫ ইঞ্চি, ৭২০ x ১৫৪৪ পিক্সেল, আইপিএস এলসিডি
ক্যামেরা১৩ + ২ মেগাপিক্সেল (ডুয়াল-ক্যামেরা সেটআপ), এলইডি, ফ্ল্যাশ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
ব্যাটারি ৫০০০ এমএএইচ,  চার্জিং ১০ওয়াট 
ভিভো ওয়াই১১

বাংলাদেশে ভিভো ওয়াই১১ এর দামঃ  ২০১৯ সালে লঞ্চ হওয়া মুঠোফোনটি দেশের বাজারে এই মুহূর্তে পাওয়া যাবে ১১,৯৯০ টাকায়। 

রেডমি নোট ৯ প্রো 

রেডমি নোট ৯ প্রো ফোনটিতে রয়েছে  ৬.৬৭ ইঞ্চির উন্নতমানের ডট ডিসপ্লে যার স্ক্রিন রেজ্যুলেশন ১০৮০ x ২৪০০ পিক্সেল। পাশাপাশি এতে রয়েছে কোয়ালকম এসএম ৭১৬৫ স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট। ৫০২০ এমএএইচ ব্যাটারি স্টোরেজ এর সাথে মুঠোফনটিতে থাকছে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। 

কর্মক্ষমতা কোয়ালকম এসএম৭১৬৫ স্ন্যাপড্রাগন ৭২০জি,   অক্টা কোর প্রসেসর,   ৬/৮জিবি র‍্যাম 
ডিসপ্লে৬.৬৭ ইঞ্চি, ১০৮০ x ২৪০০ পিক্সেল, আইপিএস এলসিডি,  কর্ণিং গরিলা গ্লাস ৫ 
ক্যামেরা৬৪ + ৮ + ৫ + ২ মেগাপিক্সেল (কোয়াড-ক্যামেরা সেটআপ), এলইডি ফ্ল্যাশ,  ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
ব্যাটারি ৫০২০ এমএএইচ, ফাস্ট চার্জিং ৩০ওয়াট
রেডমি নোট ৯ প্রো

বাংলাদেশে রেডমি নোট ৯ প্রো এর দামঃ বর্তমানে বাজারে এই মুঠোফোনটির দুটি সংস্করণ পাওয়া যাচ্ছে। ৬/৬৪ জিবি এবং ৬/১২৮ জিবি সংস্করনের ফোন দুটি পাওয়া যাবে যথাক্রমে ২৫,৯৯৯ এবং ২৭,৯৯৯ টাকায়।      

রেডমি ৯

এন্ট্রি লেভেলের মুঠোফোন রেডমি ৯ তার পূর্ববর্তী শাওমি ফোনগুলোর থেকে আকারে কিছুটা বড়। ফোনটিতে থাকছে এআই কোয়াড-ক্যামেরা সেটআপ এবং এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮০  চিপসেট। মুঠোফোনটিতে রয়েছে  শক্তিশালী ৫০২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।   

কর্মক্ষমতা মিডিয়াটেক হেলিও জি৮০, অক্টা কোর প্রসেসর, ৩/৪/৬জিবি র‍্যাম 
ডিসপ্লে৬.৫৩ ইঞ্চি, ১০৮০ x ২৩৪০ পিক্সেল, আইপিএস এলসিডি,  কর্ণিং গরিলা গ্লাস ৩ 
ক্যামেরা১৩ + ৮ + ৫ + ২ মেগাপিক্সেল (কোয়াড-ক্যামেরা সেটআপ), এলইডি ফ্ল্যাশ,  ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা 
ব্যাটারি ৫০২০ এমএএইচফাস্ট চার্জিং ১৮ওয়াট
রেডমি ৯

বাংলাদেশে রেডমি ৯ এর দামঃ বর্তমানে বাংলাদেশে রেডমি ৯ ফোনটি কেনা যাবে ১৪,৯৯৯ টাকায়। 

বাংলাদেশে নতুন মোবাইলফোনগুলোর দাম

মোবাইলফোন মানেই কাড়ি কাড়ি টাকা খরচ করে কেনা ফ্ল্যাগশিপ ফোন কেনা নয়। প্রয়োজন বুঝে বাজেটের মধ্যেই পেয়ে যেতে পারেন আপনার পছন্দের স্মার্টফোন। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশে নতুন এবং আসন্ন কিছু স্মার্টফোনের দাম এবং ফিচার।  

ভিভো ওয়াই১২ এস 

ভিভো ওয়াই১২ এস-এ রয়েছে বেশ কিছু চমকপ্রদ ফিচার। ৬.৫১ ইঞ্চি ডিসপ্লের এই মুঠোফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচের বিশাল ব্যাটারি স্টোরেজ। ভিভোর দাবি অনুযায়ী এই ব্যাকআপের মাধ্যমে ১৬ ঘন্টা অব্দি অনলাইনে মুভি স্ট্রিমিং এবং ৮ ঘন্টা অব্দি অনলাইন গেম খেলা যাবে। 

কর্মক্ষমতা মিডিয়াটেক এমটি৬৭৬৫ হেলিও পি৩৫,  অক্টা কোর প্রসেসর ৩/৪জিবি র‍্যাম   
ডিসপ্লে৬.৫১ ইঞ্চি, ৭২০ x ১৬০০ পিক্সেল, আইপিএস এলসিডি 
ক্যামেরা১৩ + ২ মেগাপিক্সেল (ডুয়াল-ক্যামেরা সেটআপ), এলইডি ফ্ল্যাশ,  ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা 
ব্যাটারি ৫০০০ এমএএইচ, চার্জিং ১০ওয়াট
ভিভো ওয়াই১২ এস

বাংলাদেশে ভিভো ওয়াই১২ এস এর দামঃ ফোনটি ৩/৩২ জিবি সংস্করনে বাজারে পাওয়া যাবে মাত্র ১২,৯৯০ টাকায়।  

রেডমি ৯সি

যারা বাজেট নিয়ে চিন্তিত, তাদের জন্য একটি ভাল গন্তব্য হতে পারে শাওমি ব্র্যান্ডের রেডমি ৯সি। মুঠোফোনটির সাথে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সহ বেশ কিছু প্রয়োজনীয় সেন্সর। পাশাপাশি এই ফোনে থাকছে ৫০০০ এমএএইচের ব্যাটারি, ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং টাইপ-সি পোর্ট।  

কর্মক্ষমতা মিডিয়াটেক হেলিও জি৩৫,  অক্টা কোর প্রসেসর,  ২/৩/৪জিবি র‍্যাম    
ডিসপ্লে৬.৫৩ ইঞ্চি, ৭২০ x ১৬০০ পিক্সেল, আইপিএস এলসিডি 
ক্যামেরা১৩ + ২ + ২ মেগাপিক্সেল (ট্রিপল-ক্যামেরা সেটআপ),  এলইডি ফ্ল্যাশ,   ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা 
ব্যাটারি ৫০০০ এমএএইচ, চার্জিং ১০ওয়াট
রেডমি ৯সি

বাংলাদেশে রেডমি ৯সি এস এর দামঃ বর্তমানে দেশের বাজারে দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে  রেডমি ৯সি। ৩/৩২ জিবি এবং ৩/৬৪ জিবি ভ্যারিয়েন্ট দুটো পাওয়া যাবে যথাক্রমে ১০,৯৯৯ ও ১২,৪৯৯ টাকায়। 

অপ্পো এ১৫ 

দুর্দান্ত কিছু ফিচার এবং নজরকাড়া ডিজাইন নিয়ে বাজারে এসেছে অপ্পোর “এ” সিরিজের আরও একটি মুঠোফোন অপ্পো এ১৫। মুঠোফোনটিতে রয়েছে ৪২৩০ এমএএইচের ব্যাটারি ব্যাকআপ, যা ব্যবহারকারীকে দিতে সক্ষম হবে ১৬ ঘন্টার উপরে স্ক্রিন-অন টাইম এবং ৬ ঘন্টা গেমিং টাইম। 

কর্মক্ষমতা মিডিয়াটেক এমটি৬৭৬৫ হেলিও পি৩৫ , অক্টা কোর প্রসেসর,  ২/৩জিবি র‍্যাম   
ডিসপ্লে৬.৫২ ইঞ্চি, ৭২০ x ১৬০০ পিক্সেল, আইপিএস এলসিডি 
ক্যামেরা১৩ + ২ + ২ মেগাপিক্সেল (ট্রিপল-ক্যামেরা সেটআপ), এলইডি ফ্ল্যাশ , ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা 
ব্যাটারি ৪২৩০ এমএএইচ, চার্জিং ১০ওয়াট
অপ্পো এ১৫

বাংলাদেশে অপ্পো এ১৫ এর দামঃ অপ্পো এ১৫-এর বর্তমান বাজার মূল্য হলো ১১,৯৯০ টাকা। 

স্যামসাং গ্যালাক্সি এম০১ এস

আকর্ষণীয় ডিজাইনের বাজেট সাশ্রয়ী এই মুঠোফোনটি স্যামসাং বাজারে আনে ২০২০ সালের প্রান্তিকে। মনোমুগ্ধকর ডিসপ্লে এবং দুর্দান্ত ক্যামেরার মাধ্যমে ইতোমধ্যেই ফোনটি ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।  

কর্মক্ষমতা মিডিয়াটেক এমটি৬৭৬২ হেলিও পি২২, অক্টা কোর প্রসেসর, ৩জিবি র‍্যাম    
ডিসপ্লে৬.২ ইঞ্চি, ৭২০ x ১৫২০ পিক্সেল, পিএলএস আইপিএস
ক্যামেরা১৩ + ২ মেগাপিক্সেল (ডুয়াল-ক্যামেরা সেটআপ), এলইডি ফ্ল্যাশ , ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা 
ব্যাটারি ৪০০০ এমএএইচ 
স্যামসাং গ্যালাক্সি এম০১ এস

বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি এম০১ এস এর দামঃ বর্তমানে ফোনটির বাজারমূল্য ১১,৯৯৯ টাকা। 

রিয়েলমি নারজো ২০ 

আপনি সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন কেনার কথা ভেবে থাকলে নারজো ২০ হতে পারে আপনার প্রথম পছন্দ। ৬০০০ এমএএইচের বিশাল ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা এবং তার সাথে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি ফোনটিকে এনেছে প্রযুক্তিপ্রেমীদের অন্যতম পছন্দের তালিকায়।    

কর্মক্ষমতা মিডিয়াটেক হেলিও জি৮৫,  অক্টা কোর প্রসেসর, ৪জিবি র‍্যাম   
ডিসপ্লে৬.৫ ইঞ্চি, ৭২০ x ১৬০০ পিক্সেল, আইপিএস এলসিডি  
ক্যামেরা৪৮ + ৮ + ২ মেগাপিক্সেল (ট্রিপল-ক্যামেরা সেটআপ), এলইডি ফ্ল্যাশ , ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা 
ব্যাটারি ৬০০০ এমএএইচ , ফাস্ট চার্জিং ১৮ওয়াট
রিয়েলমি নারজো ২০

বাংলাদেশে রিয়েলমি নারজো ২০ এর দামঃ  বর্তমানে এই মুঠোফোনটি বাজারে পাওয়া যাবে ১৩,৯৯০ টাকায়। 

শেষকথা

আজকের পৃথিবীতে সবকিছুতেই যেন রয়েছে প্রযুক্তির ছোঁয়া। নিত্যদিনের যেকোন সময়কে স্থিরচিত্র বা ভিডিও দ্বারা ধারণ করা যায় পকেটে রাখা মুঠোফোনের মাধ্যমেই। সুতরাং এই ফোনগুলো আগের দিনের ফিচার ফোনের মত মোটেই সাধারণ নয়। এসমস্ত নতুন স্মার্টফোনের মধ্যে রয়েছে আমাদের জীবনযাত্রাকে বদলে ফেলার মত বিশাল ক্ষমতা।  

আপনি হতে পারেন একজন ইউটিউবার অথবা একজন উদ্যোক্তা যে কিনা তার প্রথম স্টার্টআপ লঞ্চের অপেক্ষায়, উপরোল্লখিত ২০২১ সালের সেরা ফোন সমূহ উন্নত প্রযুক্তির মাধ্যমে আপনার কাজকে করতে পারে আরও সহজ, নিরাপদ এবং দ্রুত।  

আজ-এ পর্যন্তই। বছরের শুরুতেই কিনে ফেলতে পারেন আপনার পছন্দের ব্র্যান্ডের সেরা মুঠোফোনটি।  

হ্যাপী শপিং!

Facebook Comments
সাবস্ক্রাইব করুন

No spam guarantee.

Show More

Related Articles

Back to top button
Close
Close