টপ ও বেস্টমোবাইল

২৫,০০০ টাকার মধ্যে ৫টি বাজেট স্মার্টফোনঃ সাধ্যের মধ্যে ইচ্ছেপূরণ

আপনিও কি বাজেট স্মার্টফোনের খোঁজে দেশের স্মার্টফোন মার্কেট চষে বেড়াচ্ছেন? সেগেমেন্টটি বড় হওয়ার কারণে আপনার জন্য তা কিছুটা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। তবে বর্তমানে কমদামী স্মার্টফোনগুলোও শক্তিশালী হার্ডওয়্যার, আধুনিক ক্যামেরা কোয়ালিটি, হায়ার রিফ্রেশ রেট এবং দীর্ঘমেয়াদী ব্যাটারির মতো দুর্দান্ত ফিচারগুলো অফার করে থাকে।

বিগত এক দশক ধরে অনলাইন স্মার্টফোন ট্রেডিং-এর সাথে যুক্ত থাকার দরুন আজকের আলোচনায় Bikroy.com বিভিন্ন ব্র্যান্ডের সেরা ৫টি বাজেট স্মার্টফোনের তালিকা নিয়ে এসেছে। তালিকাটি ক্রেতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চাপ না দিয়েই সেরা বাজেট স্মার্টফোনগুলো বেছে নেওয়ার অপশন যেমন দিবে তেমনি প্রতিটি ফোনেই পাওয়া যাবে ভ্যালু ফর মানি সুবিধা! 

তাহলে আর দেরি কেন? চলুন এই বাজেট স্মার্টফোনগুলো নিয়ে বিস্তারিত এবং বর্তমান দেশের বাজারে স্মার্টফোনের দরদাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

২৫,০০০ টাকায় স্মার্টফোন

২০২২ সালে কেনা যেতে পারে এমন ৫টি কমদামী স্মার্টফোনঃ 

স্মার্টফোন মডেলমূল্য (বাংলাদেশী টাকায়)
মটোরোলা মটো জি৩১২৩,৯৯৯
রিয়েলমি নারযো ৫০২১,৯৯০
শাওমি পোকো এম৩ প্রো ৫জি২৩,৯৯৯
স্যামসাং গ্যালাক্সি এ২২২২,৪৯৯
অপ্পো এ৯৫২৪,৯৯০
৫টি কমদামী স্মার্টফোন

২০২২ সালে কেনা যেতে পারে এমন ৫টি বাজেট স্মার্টফোন 

১. মটোরোলা মটো জি৩১

মটোরোলা মটো জি৩১

মটোরোলা মটো জি৩১ বাংলাদেশের মার্কেটে ২০২১ সালের ডিসেম্বরে লঞ্চ হয়েছিল। এই মটোরোলা ডিভাইসটিতে রয়েছে একটি ৬.৪-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে। পাশাপাশি জি৩১ এর রিয়ার ক্যামেরাটিতে একটি ৫০+৮+২ মেগাপিক্সেলের ট্রিপল সেটআপ সহ রয়েছে LED ফ্ল্যাশ, PDAF, ম্যাক্রো লেন্স, এবং ফুল HD ভিডিও রেকর্ডিংয়ের ফিচার। মটো জি৩১-এর ফ্রন্ট ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেল এবং এই ফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে 20W ফাস্ট চার্জিং সুবিধা।

মটোরোলা মটো জি৩১-এর কিছু ফিচারঃ

প্রসেসরমিডিয়াটেক হেলিও জি৮৫ (১২এনএম)
ডিসপ্লে৬.৪ ইঞ্চি
স্টোরেজ৬৪/১২৮ জিবি
ক্যামেরাট্রিপল ৫০+৮+২ মেগাপিক্সেল (মেইন) 
ব্যাটারি৫০০০ এমএএইচ লিথিয়াম-পলিমার
র‍্যাম৪/৬ জিবি
মটোরোলা মটো জি৩১-এর ফিচার

মটোরোলা মটো জি৩১-এর দামঃ বর্তমানে দেশের বাজারে মটোরোলা মটো জি৩১ পাওয়া যাবে ২৩,৯৯৯ টাকায়।

২. রিয়েলমি নারযো ৫০

রিয়েলমি নারযো ৫০

রিয়েলমি নারযো ৫০ ফোনটি দেশের মার্কেটে ২০২২ সালের মার্চ মাসে লঞ্চ করা হয়েছে। এই রিয়েলমি ফোনটিতে দেওয়া হয়েছে একটি ৬.৬ ইঞ্চি ফুল HD+ IPS LCD স্ক্রিন, যেখানে একটি ফুল-ভিউ লেফট পাঞ্চ-হোল ক্যামেরা ডিজাইন রয়েছে। রিয়েলমি নারযো ৫০ এর রিয়ার ক্যামেরাটি মূলত PDAF, f/1.8 অ্যাপারচার, LED ফ্ল্যাশ, ম্যাক্রো, ডেপথ সেন্সর এবং ফুল HD ভিডিও রেকর্ডিং ফিচার সম্বলিত একটি ৫০+২+২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির ফ্রন্ট ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেল। এছাড়াও ডিভাইসটিতে 33W ফাস্ট চার্জিং সহ একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

রিয়েলমি নারযো ৫০-এর কিছু ফিচারঃ

প্রসেসরমিডিয়াটেক হেলিও জি৯৬ (১২এনএম)
ডিসপ্লে৬.৬ ইঞ্চি
স্টোরেজ৬৪/১২৮ জিবি
ক্যামেরাট্রিপল ৫০+২+২ মেগাপিক্সেল (মেইন)
ব্যাটারি৫০০০ এমএএইচ লিথিয়াম-পলিমার
র‍্যাম৪/৬ জিবি
রিয়েলমি নারযো ৫০-এর কিছু ফিচার

রিয়েলমি নারযো ৫০-এর দামঃ বর্তমানে দেশের বাজারে রিয়েলমি নারযো ৫০ পাওয়া যাবে ২১,৯৯০ টাকায়।

৩. শাওমি পোকো এম৩ প্রো ৫জি

শাওমি পোকো এম৩ প্রো ৫জি

শাওমি পোকো এম৩ প্রো ৫জি ফোনটি দেশের বাজারে ২০২১ সালের মে মাসে লঞ্চ করা হয়েছিল। এই শাওমি ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চি ফুল HD+ IPS LCD ডিসপ্লে সহ একটি সেন্টার পাঞ্চ-হোল ফ্রন্ট ক্যামেরা ডিজাইন। এম৩ প্রো ৫জি-এর সামনের ডিসপ্লেটি একটি ৩য় প্রজন্মের গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত। এছাড়াও ডিভাইসটির রিয়ারে দেওয়া হয়েছে PDAF, আল্ট্রাওয়াইড, LED ফ্ল্যাশ, ম্যাক্রো ক্যামেরা, HDR, ডেপথ সেন্সর এবং 4K ভিডিও রেকর্ডিং সুবিধা সম্বলিত একটি ৪৮+২+২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ।

শাওমি পোকো এম৩ প্রো ৫জি-এর কিছু ফিচারঃ

প্রসেসরমিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ ৫জি (৭এনএম)
ডিসপ্লে৬.৫ ইঞ্চি
স্টোরেজ১২৮ জিবি
ক্যামেরাট্রিপল ৪৮+২+২ মেগাপিক্সেল (মেইন)
ব্যাটারি৫০০০ এমএএইচ লিথিয়াম-পলিমার
র‍্যাম৬ জিবি
শাওমি পোকো এম৩ প্রো ৫জি-এর ফিচার

শাওমি পোকো এম৩ প্রো ৫জি-এর দামঃ বর্তমানে দেশের বাজারে শাওমি পোকো এম৩ প্রো ৫জি পাওয়া যাবে ২৩,৯৯৯ টাকায়।

৪. স্যামসাং গ্যালাক্সি এ২২

Samsung A22
গ্যালাক্সি এ২২

স্যামসাং গ্যালাক্সি এ২২ ফোনটি দেশের বাজারে ২০২১ সালের জুলাই মাসে লঞ্চ করা হয়েছিল। এই স্যামসাং ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৪ ইঞ্চি HD+ সুপার AMOLED স্ক্রিন সহ ওয়াটারড্রপ নচ ফ্রন্ট ক্যামেরা ডিজাইন। ডিভাইসটির রিয়ারে রয়েছে ৪৮+৮+২+২ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ সহ PDAF, OIS, f/1.8 অ্যাপারচার, আল্ট্রাওয়াইড, ডেপথ সেন্সর, ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরা এবং ফুল HD ভিডিও রেকর্ডিং ফিচার।

স্যামসাং গ্যালাক্সি এ২২-এর কিছু ফিচারঃ

প্রসেসরমিডিয়াটেক হেলিও জি৮০ (১২এনএম)
ডিসপ্লে৬.৪ ইঞ্চি
স্টোরেজ১২৮ জিবি
ক্যামেরাকোয়াড ৪৮+৮+২+২ মেগাপিক্সেল (মেইন)
ব্যাটারি৫০০০ এমএএইচ লিথিয়াম-পলিমার
র‍্যাম৬ জিবি
মসাং গ্যালাক্সি এ২২-এর ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ২২-এর দামঃ বর্তমানে দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এ২২ পাওয়া যাবে ২২,৪৯৯ টাকায়।

৫. অপ্পো এ৯৫

অপ্পো এ৯৫

অপ্পো এ৯৫ মোবাইল ফোনটি দেশের বাজারে ২০২১ সালের নভেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল৷ এই অপ্পো ডিভাইসটিতে দেওয়া হয়েছে ৬.৪৩ ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে সহ লেফট পাঞ্চ-হোল ফ্রন্ট ক্যামেরা ডিজাইন। অপ্পো এ৯৫-এর রিয়ারে রয়েছে একটি ডেপথ সেন্সর, ডেডিকেটেড ম্যাক্রো লেন্স, PDAF, LED ফ্ল্যাশ ইত্যাদি সহ একটি ট্রিপল ৪৮+২+২ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ। এছাড়াও ক্যামেরাটির সাথে ফুল HD ভিডিও রেকর্ডিং ফিচার দেওয়া হয়েছে।

অপ্পো এ৯৫-এর কিছু ফিচারঃ

প্রসেসরকোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২
ডিসপ্লে৬.৪৩ ইঞ্চি
স্টোরেজ১২৮ জিবি
ক্যামেরাট্রিপল ৪৮+২+২ মেগাপিক্সেল (মেইন)
ব্যাটারি৫০০০ এমএএইচ লিথিয়াম-পলিমার
র‍্যাম৮ জিবি
প্পো এ৯৫-এর কিছু ফিচার

অপ্পো এ৯৫-এর দামঃ বর্তমানে দেশের বাজারে অপ্পো এ৯৫ পাওয়া যাবে ২৪,৯৯০ টাকায়।

উপসংহার

নিজের জন্য ভালো পারফরম্যান্স-এর কমদামী স্মার্টফোন বাছাই করা এবং কেনা আপনার জন্য চ্যালেঞ্জিং হলেও, সঠিক উপায়ে অ্যানালাইসিস আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে। আমরা আশা করি ২৫,০০০ টাকায় স্মার্টফোন নিয়ে করা এই লিস্টিংটি আপনাকে কিছুটা হলেও সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

বাংলাদেশের মোবাইল ফোন মার্কেট সম্পর্কে আরও জানতে ভিজিট করুন – Bikroy.com।

হ্যাপি শপিং! 

বিক্রির জন্য মোবাইল in Dhakaবিক্রির জন্য মোবাইল in Chattogram
বিক্রির জন্য মোবাইল in Dhaka Divisionবিক্রির জন্য মোবাইল in Khulna Division
বিক্রির জন্য মোবাইল in Sylhetবিক্রির জন্য মোবাইল in Chattogram Division
Facebook Comments
সাবস্ক্রাইব করুন

No spam guarantee.

Show More

Related Articles

Back to top button
Close
Close