Bikroy আপডেট

নারী কর্মীদের জন্য Bikroy-এর বিশেষ আয়োজন ‘মনের জানালা’

এই একুশ শতকে এসেও একজন নারীকে তাঁর অধিকার আদায়ের জন্য লড়াই চালিয়ে যেতে হয়।  ঘরে বা বাইরে যেখানেই কাজ করুন না কেনো তিনিই সবকিছুর দায়িত্ব নিবেন এবং জবাবদিহি করবেন- এমনটাই আশা করেন তাঁর পরিবার ও আপনজন তবুও কখনো কখনো পরিবার ও কর্মক্ষেত্রে তার কাজের অবদানগুলো সবার অগোচরেই থেকে যায়। দৈনন্দিন জীবনযাত্রায় তার মুখোমুখি করা কঠিন সময়গুলো অনেক সময়ই আলোচনার বাইরে থেকে যায় দীর্ঘদিন অবহেলার কারণে একসময়ে তিনি হতাশ হয়ে পড়েন। বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস Bikroy.com, কর্মস্থলে নারী কর্মীদের অংশগ্রহণের অনুপাত বাড়াতে এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে জাতিসংঘের ‘হি ফর শি’ ক্যাম্পেইনের সাথে যুক্ত হয়ে ‘মনের জানালা’ শীর্ষক একটি ফোরাম তৈরি করেছে। ফোরামের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে Bikroy.com-এর নারী কর্মীদের অংশগ্রহণে ১৪ সেপ্টেম্বর, ২০১৮-তে রাজধানীর ফিউশন হান্ট রেস্টূুরেন্টে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। Bikroy.com গত তিন বছর ধরে প্রতি তিন মাস অন্তর এই অনুষ্ঠানটির আয়োজন করে আসছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী এবং সাংবাদিক এলিটা করিম। এছাড়াও উপস্থিত ছিলেন Bikroy.com-এর সকল নারী কর্মীসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

Bikroy-এর নারী কর্মীরা তাদের যেকোনো ধরনের চিন্তা বা অনুভুতি ‘মনের জানালা’ ফোরামে শেয়ার করতে পারেন। ফোরামটি প্রতিনিয়ত লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং সকল ক্ষেত্রে নারী সদস্যগণের অংশগ্রহণ উৎসাহিত করার উদ্দেশ্যে কাজ করছে। এই লক্ষ্য বাস্তবায়নে ফোরামের তিন উপদেষ্টা- নাজ হুসাইন, রেহেনুমা ইসলাম এবং ঈশিতা শারমিন নিয়মিত কাজ করে যাচ্ছেন। নারী কর্মীদের কেন্দ্র করে আয়োজন করা হলেও, এই ফোরামে পুরুষ কর্মীরাও তাদের মতামত জানাতে পারেন।

মনের জানালা প্রসঙ্গে এলিটা করিম বলেন, “একজন কর্মজীবী নারীর জীবন অনেক চ্যালেঞ্জিং। তবে আনন্দের বিষয় হলো, আমরা নারীরা সানন্দে সেই চ্যালেঞ্জটা গ্রহণ করছি। সংসার এবং চাকরি দুটো একসাথে সামলাতে গিয়ে নারীরা অনেক সময়ই হাঁপিয়ে উঠেন। তাই হাঁপ ছেড়ে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে আবার পূর্ণ উদ্যমে সামনে এগিয়ে চলার জন্য এবং কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আমাদের প্রয়োজন একটি মনের জানালা, খোলা জানালা। আমি Bikroy.com – কে সাধুবাদ জানাতে চাই এমন একটি চমৎকার একটি আয়োজনের জন্য”।  

Bikroy.com-এর হেড অব হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেহেনুমা ইসলাম বলেন, “মনের জানালা হছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নারী কর্মীরা তাদের কাজের পরিবেশ এবং নিত্যদিনের কাজে তারা যেসব প্রতিকূলতার সম্মুখীন হয় সেসব ব্যাপারে মন খুলে কথা বলতে পারে। কর্মস্থলে আমাদের কাজের ক্ষেত্রে দায়িত্ববোধের জায়গাটা অনেক বেশি। এখানে আমরা নারী কর্মীদের উন্নয়ন এবং তাদের কর্মক্ষেত্র ও নিজস্ব জীবনের মধ্যে ভারসাম্য আনার বিষয়টিকে গুরুত্ব দিয়ে থাকি। প্রতিবার অনুষ্ঠানে আমরা সমাজের একজন প্রতিষ্ঠিত নারীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাই যেখানে তারা তাদের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করেন যাতে আমাদের কর্মীদের প্রাত্যাহিক জীবনের কাজের ক্ষেত্রে আসা বাধাগুলো অতিক্রম করে ক্যারিয়ারের লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত হয়। এবারের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের দেশের জনপ্রিয় সংগীত শিল্পী, সবার পরিচিত মুখ এলিটা করিম-কে। তিনি আজকে আমাদের তার জনপ্রিয় সংগীত শিল্পী হয়ে উঠা এবং সবার মনে জায়গা করে নেওয়ার গল্প শুনিয়েছেন, যা আমাদের নারী কর্মীকে কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে বলে আমার বিশ্বাস”।  

Bikroy.com-এর হেড অব মার্কেটিং এন্ড অ্যাড সেলস ঈশিতা শারমিন বলেন, “মনের জানালা Bikroy-এর একটি ঐতিহ্য এবং নিয়মিত আয়োজন। গত তিন বছর ধরে প্রতি তিন মাস অন্তর এটি হয়ে আসছে। মনের জানালাতে আমরা সব সময়ই মনের কথা শেয়ার করতে পারি। কর্মস্থলে টিম পারফরম্যান্স সবসময়ই খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকের অবদানই একটি ভালো ও কর্মক্ষম কর্মস্থানের উৎস”।

Facebook Comments
সাবস্ক্রাইব করুন

No spam guarantee.

Show More

Related Articles

Back to top button
Close
Close