ইলেকট্রনিক্স

২০২১ সালের সর্বাধিক জনপ্রিয় ১০টি ল্যাপটপঃ ফিচার, দাম, এবং অন্যান্য

দুর্দান্ত গতিতে ছুটে চলা আজকের পৃথিবীতে আপনার ল্যাপটপ যেন আপনার সাথে প্রযুক্তির যোগসাজশের অন্যতম প্রধান একটি মাধ্যম। আর নিজের জন্য নির্ধারিত বাজেটের মধ্যে একটি সঠিক ল্যাপটপ বেছে নেওয়া মানে আপনার সমস্ত কাজে গতি এবং সৃজনশীলতার মিশ্রণ ঘটানো। 

তবে সেরা ল্যাপটপগুলোর মধ্যে যেকোনো একটি বেছে নিতে আপনাকে খুব একটা পরিশ্রম করতে হবে না। শুধুমাত্র ইন্টারনেট ব্রাউজ করা থেকে শুরু করে জনপ্রিয় ভিডিও গেমসগুলো খেলার মত প্রায় সকল ল্যাপটপই এই মুহূর্তে দেশের বাজারে রয়েছে। 

আমাদের বাছাই করা সেরা ১০টি ল্যাপটপের মধ্যে আমরা চেষ্টা করেছি দাম অনুযায়ী তাদের গুরুত্বপূর্ণ ফিচার এবং কর্মক্ষমতার মধ্যে একটি সমন্বয় রাখার। এছাড়াও তালিকায় রয়েছে বর্তমানের জনপ্রিয় ল্যাপটপ, বিজনেস নোটবুক, গেমিং ল্যাপটপ সহ অন্যান্য মিডিয়া ল্যাপটপ।  


আমরা আশা করি নিম্নোক্ত এই ১০টি ল্যাপটপ থেকে আপনি আপনার কাজের ধরণ এবং বাজেট অনুযায়ী অন্তত ১টি ল্যাপটপ বেছে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে জনপ্রিয় ১০টি ল্যাপটপ এবং দেশের বাজারে ল্যাপটপের দাম সম্পর্কে বিস্তারিত।

২০২১ সালের সেরা ১০টি ল্যাপটপ এবং বর্তমান বাজার মূল্য

ল্যাপটপের ব্র্যান্ড এবং মডেল বাজার মূল্য (টাকায়) 
ডেল এক্সপিএস ১৩ (২০২০)১,৫৬,০০০ 
ডেল এক্সপিএস ১৫ (২০২০)২,৪০,০০০ 
এইচপি এনভি ১৩টি ১,২৫,০০০ 
এইচপি ওমেন ১৫ ১,৪০,০০০ 
লেনোভো ইয়োগা ৯আই ৮৫,৬০০ 
লেনোভো আইডিয়াপ্যাড ফ্লেক্স ৫আই ৯৯,০০০ 
অ্যাপল ম্যাকবুক প্রো এম১ ১,৩৮,০০০ (বেইস মডেল)  
অ্যাপল ম্যাকবুক এয়ার এম১ ১,১০,০০০ (বেইস মডেল)
আসুস জেনবুক ডুয়ো ১৪  ১,৫৫,০০০ 
আসুস আরওজি যেফাইরাস জি১৪  ১,৯৫,০০০ 
২০২১ সালের জনপ্রিয় ১০টি ল্যাপটপের দাম

ডেল এক্সপিএস ১৩ (২০২০)

ইন্টেলের নতুন ১১ প্রজন্মের ডেল এক্সপিএস ১৩ ল্যাপটপটি নিঃসন্দেহে ২০২১ সালের অন্যতম সেরা এবং আকর্ষণীয় ডিজাইনের একটি ডিভাইস। পাশাপাশি ল্যাপটপটিতে রয়েছে ১৬:১০ অ্যাস্পেক্ট রেশিও, যা ১১ ইঞ্চি ফ্রেমের ল্যাপটপের মধ্যে ১৩ ইঞ্চি একটি দুর্দান্ত ডিসপ্লে-কে স্থাপন করতে সক্ষম হয়েছে। 

ডেল এক্সপিএস ১৩ (২০২০)
ডেল এক্সপিএস ১৩ (২০২০)
ডিসপ্লে ১৩.৩” (৩৮৪০x২৪০০)
প্রসেসর ১০ জেনারেশন ইন্টেল কোর আই৫/৭ 
জিপিইউ ইন্টেল ইউএইচডি 
র‍্যাম ৮ জিবি ডিডিআর ৪   
স্টোরেজ ২৫৬ গিগাবাইট এসএসডি 
ওজন ১.২ কেজি 
অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ হোম 
ডেল এক্সপিএস ১৩-এর ফিচার

ডেল এক্সপিএস ১৩ (২০২০)-এর বর্তমান বাজার মূল্য– দেশের বাজারে এই মুহূর্তে ডেল এক্সপিএস ১৩(২০২০) মডেলের ল্যাপটপটি পাওয়া যাবে ১,৫৬,০০০ টাকায়। 

ডেল এক্সপিএস ১৫ (২০২০)

ম্যাকবুকের যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে ডেল এক্সপিএস ১৫ শুরু থেকেই ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে। চমৎকার ফিচার সমৃদ্ধ এই ডেল ল্যাপটপটি একজন সাধারণ ব্যবহারকারীর প্রায় সকল চাহিদা পূরণে এককভাবেই সক্ষম। ডেল এক্সপিএস ১৫ আপনাকে একটি গেমিং ল্যাপটপের মত পারফরম্যান্স এবং একটি আলট্রাবুকের মত নজরকাড়া ডিজাইন এই দুইয়ের অভিজ্ঞতাই দিবে। 

ডেল এক্সপিএস ১৫ (২০২০)
ডেল এক্সপিএস ১৫ (২০২০)
ডিসপ্লে ১৫.৬” (৩৮৪০x২৪০০)
প্রসেসর ১০ জেনারেশন ইন্টেল কোর আই ৫/৭ 
জিপিইউ এন/এ 
র‍্যাম ৩২ জিবি ডিডিআর ৪  
স্টোরেজ ৫১২ গিগাবাইট এসএসডি 
ওজন ২.০৫ কেজি 
অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ হোম 
ডেল এক্সপিএস ১৫ (২০২০)-এর ফিচার

ডেল এক্সপিএস ১৫ (২০২০)-এর বর্তমান বাজার মূল্য– দেশের বাজারে এই মুহূর্তে ডেল এক্সপিএস ১৫ (২০২০) মডেলের ল্যাপটপটি পাওয়া যাবে ২,৪০,০০০ টাকায়। আপনার বাজেট কম হলে ডেলের অন্যান্য ল্যাপগুলোর দাম এবং ফিচার সম্পর্কে জেনে নিন। 

এইচপি এনভি ১৩টি

মনোমুগ্ধকর ডিজাইন এবং সন্তুষ্টিজনক পারফরম্যান্সের জন্য এইচপি এনভি সিরিজকে প্রায়ই উপরে আলোচিত ম্যাকবুক এবং ডেল এক্সপিএস লাইনআপের সাথে তুলনা করা হয়। পেশাদার কাজে ব্যবহারের জন্য আপনি যদি কোনো আলট্রাবুকের সন্ধান করে থাকেন তবে এইচপি এনভি ১৩টি মডেলের এই ল্যাপটপটি হতে পারে সেরা একটি ডিভাইস। এছাড়া এই ল্যাপটপটিতে ইন্টিগ্রেটেড যে গ্রাফিক্স দেওয়া হয়েছে, তার মাধ্যমে অনায়াসেই কিছু ভিডিও গেম এবং ভিডিও এডিটিং করা যেতে পারে। 

এইচপি একটি স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে বাংলাদেশের ল্যাপটপ ব্যবহারকারীর একটি বড় অংশের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। দেখে নিতে পারেন বর্তমানে পাওয়া যাচ্ছে এমন কিছু এইচপি ল্যাপটপের দাম

 

এইচপি এনভি ১৩টি
এইচপি এনভি ১৩টি
ডিসপ্লে ১৩.৩” (১৯২০x১০৮০) অথবা (৩৮৪০x২১৬০) 
প্রসেসর ৮ জেনারেশন ইন্টেল কোর আই ৭ 
জিপিইউ ইন্টেল ইউএইচডি 
র‍্যাম ৮/১৬ জিবি ডিডিআর ৪  
স্টোরেজ ২৫৬ গিগাবাইট এসএসডি 
ওজন ১.১৭ কেজি 
অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ হোম 
এইচপি এনভি ১৩টি-এর ফিচার

এইচপি এনভি ১৩টি-এর বর্তমান বাজার মূল্য– দেশের বাজারে এই মুহূর্তে এইচপি এনভি ১৩টি মডেলের ল্যাপটপটি পাওয়া যাবে ১,২৫,০০০ টাকায়।

এইচপি ওমেন ১৫ 

এএমডি রাইজেন ৭ চালিত এইচপি ওমেন ১৫ মডেলের ল্যাপটপটি গেমার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। পাশাপশি ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে এইচপির নিজস্ব কুলিং সিস্টেম, যা যেকোনো অবস্থাতেই ল্যাপটপটিকে ভালো পারফরম্যান্স প্রদানে সাহায্য করে। 

এইচপি ওমেন ১৫
এইচপি ওমেন ১৫
ডিসপ্লে ১৫.৬” (১৯২০x১০৮০)
প্রসেসর এএমডি রাইজেন ৭ 
জিপিইউ এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ২০৬০
র‍্যাম ১৬ জিবি ডিডিআর৪  
স্টোরেজ ১ টেরাবাইট এসএসডি 
ওজন ২.৩৭ কেজি 
অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ হোম 
এইচপি ওমেন ১৫-এর ফিচার

এইচপি ওমেন ১৫-এর বর্তমান বাজার মূল্য– দেশের বাজারে এই মুহূর্তে এইচপি ওমেন ১৫ মডেলের ল্যাপটপটি পাওয়া যাবে ১,৪০,০০০ টাকায়। 

লেনোভো ইয়োগা ৯আই

১১তম প্রজন্মের কোর আই ৭ চালিত লেনোভো ইয়োগা ৯আই বাজারে এসেছে প্রতিযোগীতাপূর্ণ বাজেট সেগমেন্টে। ব্যবহারকারীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য এই ল্যাপটপটির সাথে থাকছে একটি স্টাইলাস এবং সারাদিন ব্যাকআপ সক্ষমতার ব্যাটারি। 

লেনোভো ইয়োগা ৯আই
লেনোভো ইয়োগা ৯আই
ডিসপ্লে ১৪” ১০৮০ পিক্সেল 
প্রসেসর ইন্টেল কোর আই ৭ 
জিপিইউ এন/এ 
র‍্যাম ১৬ জিবি ডিডিআর৪  
স্টোরেজ ৫১২ জিবি এসএসডি 
ওজন ১.৩ কেজি 
অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ হোম 
লেনোভো ইয়োগা ৯আই-এর ফিচার

লেনোভো ইয়োগা ৯আই-এর বর্তমান বাজার মূল্য– দেশের বাজারে এই মুহূর্তে লেনোভো ইয়োগা ৯আই মডেলের ল্যাপটপটি পাওয়া যাবে ৮৫,৬০০ টাকায়। 

লেনোভো আইডিয়াপ্যাড ফ্লেক্স ৫আই

লেনোভো আইডিয়াপ্যাড ফ্লেক্স ৫আই ল্যাপটপটি পারফরম্যান্স, ফিচার, এবং ফ্লেক্সিবিলিটি একটি অনবদ্য সংমিশ্রণ। এই “একের-ভেতর-সব” টাইপ লেনোভো ল্যাপটপটিতে ব্যবহারকারীদের সুবিধার্থে দেওয়া হয়েছে টাচ স্ক্রিন এবং টাচ-পেন, যা সমসাময়িক অন্যান্য ল্যাপটপের থেকে এগিয়ে রেখেছে লেনোভো আইডিয়াপ্যাড ফ্লেক্স ৫আই-কে।  

লেনোভো আইডিয়াপ্যাড ফ্লেক্স ৫আই
লেনোভো আইডিয়াপ্যাড ফ্লেক্স ৫আই
ডিসপ্লে ১৪” (১৯২০x১০৮০) পিক্সেল 
প্রসেসর ৪ জেনারেশন এএমডি রাইজেন ৫ 
জিপিইউ এন/এ 
র‍্যাম ৮ জিবি ডিডিআর ৪  
স্টোরেজ ৫১২ জিবি এসএসডি 
ওজন ১.৫ কেজি 
অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ হোম 
লেনোভো আইডিয়াপ্যাড ফ্লেক্স ৫আই-এর ফিচার

লেনোভো আইডিয়াপ্যাড ফ্লেক্স ৫আই-এর বর্তমান বাজার মূল্য– দেশের বাজারে এই মুহূর্তে লেনোভো আইডিয়াপ্যাড ফ্লেক্স ৫আই মডেলের ল্যাপটপটি পাওয়া যাবে ৯৯,০০০ টাকায়।

অ্যাপল ম্যাকবুক প্রো এম১ 

শুরুতেই ধন্যবাদ অ্যাপল সিলিকন চিপকে, যার হাত ধরে অ্যাপল তাদের ল্যাপটপ সেগমেন্টে নিয়ে এসেছে কিছু যুগান্তকারী পরিবর্তন। যার ফলে ম্যাকবুক প্রো পেয়েছে সর্বোচ্চ পারফরম্যান্স এবং দীর্ঘ ব্যাটারি লাইফ। এছাড়াও ম্যাকবুক প্রো এম১-এ থাকছে ম্যাজিক কীবোর্ড- যা আপনাকে দেবে দারুণ ব্রাউজিং অভিজ্ঞতা। 

ম্যাকবুক প্রো এম১
ম্যাকবুক প্রো এম১
ডিসপ্লে ১৩” (২৫৬০x১৬০০) পিক্সেল 
প্রসেসর অ্যাপল এম১ (৮ কোর)  
জিপিইউ ৮ কোর 
র‍্যাম ৮/১৬ জিবি
স্টোরেজ ২৫৬ জিবি – ১ টেরাবাইট এসএসডি 
ওজন ১.৩ কেজি 
অপারেটিং সিস্টেম ম্যাক ওএস বিগ সার 
ম্যাকবুক প্রো এম১-এর ফিচার

অ্যাপল ম্যাকবুক প্রো এম১-এর বর্তমান বাজার মূল্য– দেশের বাজারে এই মুহূর্তে অ্যাপল ম্যাকবুক প্রো এম১ মডেলের ল্যাপটপটি পাওয়া যাবে ১,৩৮,০০০ টাকায়। 

অ্যাপল ম্যাকবুক এয়ার এম১

ল্যাপটপ ব্যবহারকারীদের কাছে দীর্ঘদিন ধরেই ম্যাকবুক এয়ার একটি পাতলা এবং আকর্ষণীয় ল্যাপটপ হিসেবে পরিচিতি পেয়েছে। এবার নতুন এম১ চিপে এবং ম্যাজিক কীবোর্ডের সংযোজন নিশ্চিত করবে মসৃণ ব্যবহারের অভিজ্ঞতা। এর পাশাপাশি রেটিনা ডিসপ্লের মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট হয়ে উঠবে আরও উপভোগ্য। 

অ্যাপল ম্যাকবুক এয়ার এম১
অ্যাপল ম্যাকবুক এয়ার এম১
ডিসপ্লে ১৩” (২৫৬০x১৬০০) পিক্সেল 
প্রসেসর অ্যাপল এম১ (৮ কোর)  
জিপিইউ ৮ কোর 
র‍্যাম ৮/১৬ জিবি
স্টোরেজ ২৫৬ জিবি – ১ টেরাবাইট এসএসডি 
ওজন ১.২ কেজি 
অপারেটিং সিস্টেম ম্যাক ওএস বিগ সার 
অ্যাপল ম্যাকবুক এয়ার এম১-এর ফিচার

অ্যাপল ম্যাকবুক এয়ার এম১-এর বর্তমান বাজার মূল্য– দেশের বাজারে এই মুহূর্তে অ্যাপল ম্যাকবুক এয়ার এম১ মডেলের ল্যাপটপটি পাওয়া যাবে ১,১০,০০০ টাকায়। 

আসুস জেনবুক ডুয়ো ১৪

আপনার যদি একটি দ্বিতীয় স্ক্রিনের প্রয়োজন হয় আবার আলাদা একটি ডিসপ্লেও ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, তাহলে আসুস জেনবুক ডুয়ো ১৪ মডেলের ল্যাপটপটি আপনার সমস্যার সমাধান হতে পারে। সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে আপনি এই আসুস  ল্যাপটপের কীবোর্ডের উপরের অংশ ব্যবহার করতে পারেন। টাচ ফিচার যুক্ত যেসব অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোও এখানে ব্যবহার যোগ্য। 

আসুস জেনবুক ডুয়ো ১৪
আসুস জেনবুক ডুয়ো ১৪
ডিসপ্লে ১৩.৪” (১৯২০x১০৮০) পিক্সেল 
প্রসেসর ১১ জেনারেশন ইন্টেল কোর আই ৫/৭
জিপিইউ এন/এ 
র‍্যাম ৮-৩২ জিবি ডিডিআর৪  
স্টোরেজ ৫১২ জিবি – ১ টেরাবাইট এসএসডি 
ওজন ১.৫ কেজি 
অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ হোম 
আসুস জেনবুক ডুয়ো ১৪-এর ফিচার

আসুস জেনবুক ডুয়ো ১৪-এর বর্তমান বাজার মূল্য– দেশের বাজারে এই মুহূর্তে আসুস জেনবুক ডুয়ো ১৪ মডেলের ল্যাপটপটি পাওয়া যাবে ১,৫৫,০০০ টাকায়। 

আসুস আরওজি যেফাইরাস জি১৪

হালকাপাতলা গড়নের একটি গেমিং ল্যাপটপ খুঁজছেন? তাহলে আপনি আসুস আরওজি যেফাইরাস জি১৪ মডেলের এই ল্যাপটপটি নিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন। ল্যাপটপটির দুর্দান্ত ৮ টি কোর এবং ১৬টি থ্রেড আপনাকে যেকোনো পরিমাণে কাজের চাপ নিতে সহায়তা করবে। 

আসুস আরওজি যেফাইরাস জি১৪
আসুস আরওজি যেফাইরাস জি১৪
ডিসপ্লে ১৪” (১৯২০x১০৮০) পিক্সেল 
প্রসেসর ৩ জেনারেশন এএমডি রাইজেন ৭  
জিপিইউ এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ২০৬০
র‍্যাম ১৬ জিবি ডিডিআর৪  
স্টোরেজ ১ টেরাবাইট এসএসডি 
ওজন ১.৬৫ কেজি 
অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ হোম 
আসুস আরওজি যেফাইরাস জি১৪-এর ফিচার

আসুস আরওজি যেফাইরাস জি১৪-এর বর্তমান বাজার মূল্য– দেশের বাজারে এই মুহূর্তে আসুস আরওজি যেফাইরাস জি১৪ মডেলের ল্যাপটপটি পাওয়া যাবে ১,৯৫,০০০ টাকায়। 

শেষকথা

উপরে উল্লেখিত ল্যাপটপগুলো থেকে আপনার সাধ এবং সাধ্যের মধ্যে পছন্দসই ল্যাপটপটি বেছে নিতে অনলাইনে প্রতিটি ল্যাপটপের বেঞ্চমার্ক স্কোর এবং অন্যান্য টেস্ট যাচাই করে নিতে পারেন। এতে করে আপনার ব্যবহারের ধরণ অনুযায়ী ল্যাপটপটি কেমন পারফর্ম করবে তা সহজেই আন্দাজ করা যাবে। 

আশা করি আমাদের আজকের লেখা আপনাকে ২০২১ সালের সেরা ল্যাপটপগুলো সম্পর্কে জানতে এবং ল্যাপটপের দাম সম্বন্ধীয় ধারণা নিতে কিছুটা হলে সাহায্য করতে পারবে।

হ্যাপী শপিং! 

Facebook Comments
সাবস্ক্রাইব করুন

No spam guarantee.

Show More

Related Articles

Back to top button
Close
Close