মোবাইল

স্যামসাং এর সবচেয়ে জনপ্রিয় ফোনগুলোর দাম

এই যুগে আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো একটি ভালো মানের স্মার্টফোন! কল দেওয়া ও ধরা থেকে শুরু করে ঢাকার মত ব্যস্ত যানজটের শহরে দিক নির্দেশনা বুঝে চলাফেরা করা, আমাদের ফোনগুলো এখন আমাদের যেকোনো প্রয়োজন পূরণ করার জন্য পাশে রয়েছে সব সময়।

কিন্তু কোন ফোনটি সবচেয়ে সেরা? এখন পৃথিবীর সব জায়গায় সব বয়সের মানুষের মধ্যে এই প্রশ্নটি নিয়ে তর্ক বিতর্কের আর মতামতের কোন শেষ নেই। প্রতি বছর বাজারে যত নতুন মডেল বা প্রযুক্তিই আসুক না কেন, কিছু কিছু মানুষ তাদের পছন্দের ব্র্যান্ডকেই  প্রাধান্য দিয়ে থাকেন। আবার কেউ কেউ বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে অদল বদল করে নানা রকম ফোন কেনেন, কেননা তাদের লক্ষ্যই হচ্ছে পছন্দমত বাজেটের মধ্যে কোন ফোনটি সবচেয়ে সেরা ফিচার ও স্পেসিফিকেশনগুলো দিচ্ছে সেটা কেনা। এখন বাজারে এত রকম ডিজাইন আর ফিচারের স্মার্টফোনের অপশন এসেছে, যে এদের মধ্যে একবারে শুধুমাত্র একটি ফোন বেছে নেয়া বেশ কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

আর সেজন্যই আজ আমরা বাংলাদেশের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্র্যান্ড স্যামসাং এর  বেশ কিছু নজড়কাড়া ও জনপ্রিয় স্মার্টফোন মডেলগুলোর তালিকা আপনাদের সামনে এনেছি, যেগুলো গ্রাহকরা বার বার কিনছেন ও সংগ্রহ করছেন। এখানে আমরা স্যামসাং এর অন্যতম ও বহুল প্রতীক্ষিত কিছু গ্যাজেটের মডেল, তাদের দাম ও স্পেসিফিকেশন ইত্যাদি নিয়ে আলোচনা করবো, যাতে করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেন এদের চাহিদা এত বেশি আর কি কারণে এরা সবার সেরা!

বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় স্যামসাং মোবাইল ফোনগুলোর দাম

স্যামসাং গ্যালাক্সি জে২

Samsung Galaxy J2 price in BD

স্পেসিফিকেশন:

  • ডুয়াল সিম
  • ডাইমেনশন: ১৩৬.৫ x ৬৯.০ x ৮.৪ মিমি
  • ওজন: ১৩০ গ্রাম
  • ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর
  • অ্যান্ড্রয়েড ৫.১.১
  • সুপার অ্যামোলেড ৪.৭” ডিসপ্লে
  • রেজল্যুশন: ৫৪০ x ৯৬০ (কিউএইচডি)
  • ১ জিবি র‍্যাম
  • ব্যাটারি: ২০০০ এমএএইচ (মিলি অ্যাম্পিয়ার)
  • মেইন ক্যামেরা ৫ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল

গ্যালাক্সি জে২ মার্কেটে রিলিজ পেয়েছিল সেই ২০১৫ সালের সেপ্টেম্বরে। প্রকৃতপক্ষে এই মডেলটিতে নতুন ফোনগুলোর মত তেমন কোন বিশেষ ফিচার বা অনেক রকম স্পেসিফিকেশন দেয়া হয় নি সত্যি। কিন্তু অন্যান্য মডেলগুলোর তুলনায় এর বিস্ময়কর রকম সাশ্রয়ী দাম একে সাধারণ মানুষের পছন্দের তালিকায় নিয়ে এসেছে।

স্যামসাং গ্যালাক্সি জে২এর দাম বাংলাদেশে মাত্র ৭,৯৯০ টাকা।

বাজেট বান্ধব ও সাশ্রয়ী হওয়ার কারণেই মূলত গ্যালাক্সি জে২ এত মানুষের পছন্দ।

স্যামসাং গ্যালাক্সি এ১০

Samsung Galaxy A10 price in BD

স্পেসিফিকেশন:

  • ডুয়াল সিম
  • ডাইমেনশন: ১৫৫.৬ x ৭৫.৬ x ৭.৯ মিমি
  • ওজন: ১৬৮ গ্রাম
  • অক্টা-কোর প্রসেসর (২ টি ১.৬ গিগাহার্জ কর্টেক্স-এ৭৩ & ৬ টি ১.৩৫ গিগাহার্জ কর্টেক্স-এ৫৩)
  • অ্যান্ড্রয়েড ৯.০ (পাই)
  • ডিসপ্লে: ৬.২” আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
  • রেজল্যুশন: ৭২০ x ১৫২০ পিক্সেল
  • ২ জিবি র‍্যাম
  • ইন্টারনাল মেমোরি ৩২ জিবি
  • ব্যাটারি: ৩৪০০ এমএএইচ
  • মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল

গ্যালাক্সি এ১০ ফোনটি এ বছরের শুরুর দিকে মার্চ মাসে রিলিজ করা হয়েছে। এতে রয়েছে এখনকার লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল মেমোরি। 

বর্তমানে স্যামসাং গ্যালাক্সি এ১০ এর দাম ১১,৯৯৯ টাকা।

 

 স্যামসাং গ্যালাক্সি এম২০

Samsung Galaxy M20 price in BD

Specifications:

  • ডুয়াল সিম
  • ডাইমেনশন: ১৫৬.৪ x ৭৪.৫ x ৮.৮ মিমি
  • ওজন: ১৮৬ গ্রাম
  • ১.৮ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর
  • অ্যান্ড্রয়েড ৮.১ (ওরিয়ো)
  • ৬.৩” রাউন্ডেড কর্নার ডিসপ্লে
  • রেজল্যুশন: ১০৮০ x ২৩৪০ পিক্সেল (এফএইচডি প্লাস)
  • র‍্যাম ৩ জিবি
  • ইন্টারনাল মেমোরি ৩২ জিবি
  • ব্যাটারি: ৫০০০ এমএএইচ
  • মেইন ক্যামেরা ডুয়াল ১৩ মেগাপিক্সেল (এফ/১.৯), ৫ মেগাপিক্সেল (এফ/২.২)
  • ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল (এফ/২.০)

২০১৯ সালের জানুয়ারি মাসে রিলিজ পাওয়া এই মডেলটিতে রয়েছে দুর্দান্ত ব্যাটারি লাইফ এবং দ্রুততর চার্জিং (১৫ ওয়াট) এবং স্যামসাং গ্যালাক্সি এম২০ মোবাইলটির দাম বাংলাদেশে মাত্র ১৫,৯৯০ টাকা।

স্যামসাং গ্যালাক্সি জে৮

Samsung Galaxy J8 price in BD

স্পেসিফিকেশন:

  • ডুয়াল সিম (ন্যানো সিম, ডুয়াল স্ট্যান্ডবাই)
  • ডাইমেনশন: ১৫৯.২ x ৭৫.৭ x ৮.২ মিমি
  • ওজন: ১৯১ গ্রাম
  • ১.৬ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর, কর্টেক্স-এ৫৩ (কোয়ালকম এসডিএম৪৫০, স্ন্যাপড্র্যাগন ৪৫০)
  • অ্যান্ড্রয়েড ৮.০ (ওরিয়ো)
  • সুপার অ্যামোলেড ৬.০” ডিসপ্লে
  • রেজল্যুশন: ৭২০ x ১৪৮০ পিক্সেল
  • র‍্যাম: ৪ জিবি
  • ইন্টারনাল মেমোরি: ৬৪ জিবি
  • ব্যাটারি: ৩৫০০ এমএএইচ
  • মেইন ক্যামেরা ডুয়াল ১৬ মেগাপিক্সেল (এফ/১.৭, এএফ), ৫ মেগাপিক্সেল (এফ/১.৯)
  • ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল (এফ/১.৯)

গ্যালাক্সি জে৮ ফোনটি রিলিজ হয়েছিল ২০১৮ সালের জুলাই এ। এই মডেলটিতে রয়েছে একটি ডুয়াল মেইন ক্যামেরা, যাতে একটি প্রাইমারী ১৬ মেগাপিক্সেল ও একটি সাপোরটিং ৫ মেগাপিক্সেল ক্যামেরা আপনাকে দিবে দুর্দান্ত ইমেজ কোয়ালিটি। আর স্যামসাং গ্যালাক্সি জে৮ ফোনটির দাম বাংলাদেশে মাত্র ২৬,৫০০ টাকায়।

স্যামসাং গ্যালাক্সি জে৭

Samsung Galaxy J7 price in BD

স্পেসিফিকেশন:

  • ডুয়াল সিম
  • ডাইমেনশন: ১৫২.৫ x ৭৪.৮ x ৮.০ মিমি
  • ওজন: ১৮১ গ্রাম
  • ১.৬ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর
  • অ্যান্ড্রয়েড ৭.০ (নোগাট)
  • সুপার অ্যামোলেড ৫.৫” ডিসপ্লে
  • রেজল্যুশন: ১০৮০ x ১৯২০ পিক্সেল (এফএইচডি)
  • র‍্যাম ৩ জিবি
  • ইন্টারনাল মেমোরি ৬৪ জিবি
  • ব্যাটারি: ৩৬০০ এমএএইচ
  • মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ১৩ মেগাপিক্সেল

এই ফোনটি রিলিজ হয় ২০১৫ সালে জুন মাসে। এতে রয়েছে একটি দুর্দান্ত রকম ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, আর সাথে রপ্যেছে ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি। সব মিলিয়ে এর দাম ধরা হয়েছিল বাংলাদেশে ২৮,৪৯০ টাকা। তবে রিলিজ হওয়ার পর এর দাম অনেক কমে গিয়ে বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি জে৭ মোবাইলটির দাম ২০,৯০০ টাকায় গিয়ে ঠেকেছে।

স্যামসাং গ্যালাক্সি এস১০

Samsung Galaxy S10 price in BD

স্পেসিফিকেশন:

  • সিঙ্গেল সিম (ন্যান্যো সিম) কিংবা হাইব্রিড ডুয়াল সিম (ন্যানো সিম, ডুয়াল স্ট্যান্ডবাই)
  • ডাইমেনশন: ১৪৯.৯ x ৭০.৪ x ৭.৮ মিমি
  • ওজন: ১৫৭ গ্রাম
  • প্রসেসর: অক্টা-কোর (২ টি ২.৭ গিগাহার্জ মংগ্যুজ এম৪ & ২ টি ২.৩ গিগাহার্জ কর্টেক্স-এ৭৫ & ৪ টি ১.৯ গিগাহার্জ কর্টেক্স-এ৫৫), অক্টা-কোর (১ টি ২.৮ গিগাহার্জ কায়রো ৪৮৫ & ৩ টি ২.৪ গিগাহার্জ কায়রো ৪৮৫ & ৪ টি ১.৭ গিগাহার্জ কায়রো ৪৮৫)
  • এক্সিনস ৯৮২০ অক্টা কোয়ালকম এসডিএম৮৫৫, স্ন্যাপড্র্যাগন ৮৫৫
  • অ্যান্ড্রয়েড ৯.০ (পাই)
  • ডাইনামিক অ্যামোলেড ৬.১” ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে
  • রেজল্যুশন: ১৪৪০ x ৩০৪০ পিক্সেল
  • কর্নিং গরিলা গ্লাস ৬
  • ৮ জিবি র‍্যাম
  • ইন্টারনাল মেমোরি ১২৮ জিবি, ৫১২ জিবি
  • ব্যাটারি: ৩৪০০ এমএএইচ
  • মেইন ক্যামেরা ট্রিপল ১২ মেগাপিক্সেল, ১২ মেগাপিক্সেল, ১৬ মেগাপিক্সেল (এফ/১.২, ১২ মিমি) (আলট্রা ওয়াইড)
  • সেকেন্ডারি ক্যামেরা ১০ মেগাপিক্সেল, এফ/১.৯, ২৬ মিমি (ওয়াইড)

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে রিলিজ পাওয়া এই মডেলটিতে ফিচার করা হয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং কর্নিং গরিলা গ্লাস ৬ এর প্রোটেকশন শিল্ড। এস১০ -এ একটি ট্রিপল মেইন ক্যামেরা সেট আপ ফিচার করা হয়েছে, যাতে রয়েছে দু’টি ১২ মেগাপিক্সেল ও একটি ১৬ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। আর স্যামসাং গ্যালাক্সি এস১০ মোবাইলটি আপনারা পাচ্ছেন বাংলাদেশে মাত্র ৮৯,৯৯০ টাকায়।

স্যামসাং গ্যালাক্সি নোট ৯

Samsung Galaxy Note9 price in BD

স্পেসিফিকেশন:

  • সিঙ্গেল সিম / হাইব্রিড ডুয়াল সিম
  • ডাইমেনশন: ১৬১.৯ x ৭৬.৪ x ৮.৮ মিমি
  • ওজন: ২০১ গ্রাম
  • প্রসেসর: অক্টা-কোর (৪ টি ২.৭ গিগাহার্জ মংগ্যুজ এম৩ & ৪ টি ১.৮ গিগাহার্জ কর্টেক্স-এ৫৫)
  • এক্সিনস ৯৮২০ অক্টা কোয়ালকম এসডিএম৮৫৫, স্ন্যাপড্র্যাগন ৮৫৫
  • অ্যান্ড্রয়েড ৮.১ (ওরিয়ো)
  • সুপার অ্যামোলেড ৬.৪” ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে
  • রেজল্যুশন: ১৪৪০ x ২৯৬০ পিক্সেল
  • ৬ জিবি ও ৮ জিবি র‍্যাম
  • ইন্টারনাল মেমোরি ১২৮ জিবি, ৫১২ জিবি
  • ব্যাটারি: ৪০০০ এমএএইচ
  • প্রাইমারি ক্যামেরা ডুয়াল ১২ মেগাপিক্সেল, এফ/১.৫-২.৪, ২৬ মিমি, ১/২.৫৫
  • সেকেন্ডারি ক্যামেরা ৮ মেগাপিক্সেল, এফ/১.৭, ২৫ মিমি, ১/৩.৬

নোট ৯ ফোনটি রিলিজ করা হয়েছে ২০১৮ সালের আগস্ট মাসে, কিন্তু এখনও এটি সকলের প্রিয় ও ব্যাপক মাত্রায় জনপ্রিয়। তুলনামূলক বড় ৬.৪” ডিসপ্লে ফিচার করার কারণে এটি মার্কেটে অন্যতম সেরা নোট সিরিজ ফোনগুলোর মধ্যে একটি বলা হয়। বর্তমানে স্যামসাং গ্যালাক্সি নোট ৯ ফোনটির দাম বাংলাদেশে ৯২,৯০০ টাকা।

তাহলে, কোন মডেলটি কিনবেন?

উপরের তালিকা থেকে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারি যে প্রত্যেকটি মডেলই তাদের গ্রাহকদের ভিন্ন ও অনন্য কিছু ফিচার অফার করেছে। যেখানে বেশির ভাগ গ্রাহকই একবাক্যে স্বীকার করবেন যে মার্কেটে থাকা সেরা ফোনগুলোর মধ্যে কয়েকটি হচ্ছে এগুলো, সেখানে এখানে উল্লেখিত প্রত্যেকটি মডেলই তাদের নিজস্ব গুণ ও কারণে জনপ্রিয়। আপনার ফোনে কোন ধরণের ফিচার আপনি পছন্দ করেন এবং কি রকম বাজেট আপনার জন্য কার্যকরী তার উপর নির্ভর করে যে ঠিক কোন মডেলটি আপনার পছন্দ হবে।

আশা করি আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনাদেরকে মার্কেটের বিভিন্ন রকম স্মার্টফোন মডেল সম্পর্কে ধারণা দিতে পেরেছে এবং তাদের জনপ্রিয়তার কারণও আপনাদের কাছে পরিস্কার হয়ে গেছে। সঠিক তথ্য জানা থাকলে অবশ্যই আপনি আপনার জন্য আদর্শ ও সেরা ফোনটি কিনতে পারবেন।

এই ফোনগুলো সহ আরো অনেক রকম স্মার্টফোন খুঁজে পাওয়ার জন্য  এবং ফোনগুলোর বর্তমান দাম জানার জন্য সব সময় আপনারা ভরসা করতে পারেন Bikroy.com -এর উপর। কেননা আমাদের ওয়েবসাইটে রয়েছে নতুন ও ব্যবহৃত মিলিয়ে প্রায় ৩০ হাজারেরও বেশি মোবাইল ফোনের বিজ্ঞাপন। তাই শপিং হোক আনন্দের!

Facebook Comments
সাবস্ক্রাইব করুন

No spam guarantee.

Show More

Related Articles

Back to top button
Close
Close