Bikroy আপডেট

Bikroy.com মাত্র ৮৯ টাকায় পণ্য ডেলিভারি সার্ভিস চালু করছে

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে Bikroy.com ঢাকার ভিতরে ডেলিভারি সার্ভিস চালু করছে, যার জন্য খরচ পরবে মাত্র ৮৯ টাকা। বিক্রেতা তার পণ্যটি বিক্রির জন্যে Bikroy.com এর প্রতিনিধির সাথে যোগাযোগ করবে এবং Bikroy Delivers সেই পণ্যটি প্রদত্ত ক্রেতার নিকট পৌছে দিবে ও পণ্যের মূল্য সংগ্রহ করবে। এই সার্ভিসটি পেতে চাইলে, অনুগ্রহ করে নিচের নির্দেশনাবলী অনুসরণ করুন।

Bikroy.com-এ কিভাবে আপনার অনুরোধটি পাঠাবেন

যে কোন পণ্যের ডেলিভারি সেবার জন্য ফোন করুন ০৯৬১৩-৫৫৫-৪৪৪ এই নম্বরে, প্রথমে ১ এবং পরবর্তীতে ০ চাপুন অথবা ভিজিট করুন bit.ly/bikroydelivers এবং ডেলিভারি অনুরোধটি পাঠান। সেবাটি প্রদানের জন্য যে সকল তথ্য প্রয়োজনঃ

· বিক্রেতার নাম, ফোন নম্বর, ইমেইল অ্যাড্রেস এবং পূর্ণ ঠিকানা
· যে পণ্যটি বিক্রয় হচ্ছে তার ওজন, আকৃতি এবংপুর্নাঙ্গবিবরণ (আপনার পণ্যটি অবশ্যই ২ কেজির মধ্যে হতে হবে)
· পণ্যটির মূল্য
· ক্রেতার নাম, ফোন নম্বর, এবং পূর্ণ ঠিকানা
· ক্রেতার বিকাশ নম্বর যদি সে নগদ অর্থের বিনিময় বিকাশে পেমেন্ট করতে চায়

এটি কিভাবে কাজ করে?

· Bikroy.com ডেলিভারি সেবা প্রদানকারী, পণ্যটি বিক্রেতার নিকট হতে গ্রহণ করে ক্রেতার নিকট সরবরাহ করবে এবং নগদ অর্থ নিয়ে বিক্রেতার কাছে পৌঁছে দিবে

· পণ্যটি গ্রহণের সময় বিক্রেতা ৮৯ টাকা সরবরাহকারীকে প্রদান করবে

· পণ্য গ্রহণ এবং ডেলিভারি একই দিনে সম্ভব যদি অনুরোধটি বিকাল ৪ ঘটিকার মধ্যে করা হয়

·  পণ্য গ্রহণের সম্ভাব্য সময়সূচীঃ
· সকাল ৮ ঘটিকা হতে দুপুর ১২ ঘটিকা
· দুপুর ১২ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা
· বিকাল ৪ ঘটিকা হতে রাত ৮ ঘটিকা

· পণ্যটি পুনরায় বিক্রেতার নিকট পৌঁছে দেয়া হবে, যদি ক্রেতা পণ্যটি গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করেন

কিভাবে মূল্য বুঝে পাবেন?

· পণ্য গ্রহণের সময় ডেলিভারি ফি নেয়া হবে

· ক্রেতার নিকট পণ্যটি পৌঁছে দেয়ার সময় মূল্য বুঝে নিয়ে বিক্রেতার নিকট পৌঁছে দেয়া হবে

· আমাদের পণ্য সরবরাহকারী ক্রেতার নিকট হতে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত গ্রহণ করবে কিন্তু আমরা চুরি বা অন্যান্য দুর্ঘটনার ব্যাপারে কোন নিশ্চয়তা প্রদান করব না

এই বিষয়ে যে কোন মতামত অথবা জিজ্ঞেসাবাদের জন্য অনুগ্রহ করে যোগাযোগ করুন এই নম্বরে, ০৯৬১৩-৫৫৫-৪৪৪। অথবা ভিজিট করুনঃ bit.ly/bikroydelivers

Facebook Comments
সাবস্ক্রাইব করুন

No spam guarantee.

Show More

Related Articles

Back to top button
Close
Close